প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না।
শুরু করছি মহান আল্লাহর নামে যানি পরম করুনাময়, অসীম দয়ালু।
নামায ত্যাগকারীর বিধান বইটিতে ইসলামের শরীয়তের দৃষ্টিতে নামায ত্যাগ সম্পর্কে বিভিন্ন মাসয়ালার সমাবেশ ঘটেছে। আজকাল সচরাচর অধিক সংখ্যক মুসলিম এমন রয়েছে যারা নামাযের ব্যাপারে উদাসীন থাকে ও অনেকে অলসতা করে তা পরিত্যাগ করে। এ বইটিতে প্রখ্যাত আলেম শেখ সালেহ আল উসাইমীন সংক্ষেপেবিষয়টি আলোচনা করেছেন। ভিন্ন ছোট ছোট প্রশ্নের বিস্তারিত উত্তরের মাধ্যমে সলাত আদায় না করার কুফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটিতে যেসব তুলে ধরা হয়েছে:
- বেনামাযীদের সংখ্যাধিক্যতা ও তাঁর কারণসমূহ
- সলাতের প্রকৃত গুরুত্ত্ব, মর্যাদা, ও অবস্থান সম্পর্কে উপযুক্তভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে
- সলাত পরিত্যাগের পরকালীন ক্ষতির সাথে সাথে পরকালীন কি কি ক্ষতি সাধিত হতে পারে তা বর্নিত হয়েছে
- সলাত পরিত্যাগের বিধান
- সলাত পরিত্যাগ বা অন্য কোনো ভাবে ধর্ম পরিত্যাগ করলে যে সমস্ত বিধান প্রযোজ্য হয় সে প্রসঙ্গ আলোচিত হয়েছে।
নামায পরিত্যাগ করার কারনে একজন মুসলিম যে ইসলাম থেকে বের হয়ে যায়, এই বিষয়ে বিভিন্ন দলিল ও যুক্তির মাধ্যমে শাইখ উসাইমীন (রহঃ) তা প্রমান করেছেন । আমাদের দেশে নামাযীর চেয়ে বেনামাযীর সংখ্যাই বেশি। ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে পাঁচ ওয়াক্ত পুরো পড়া নামাযী সংখ্যা শতকরা (২%) দু’জন আর জুমু’আহর ছলাত পড়া ৮০ জন! তাই সলাতের গুরুত্ত্ব সম্পর্কে আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ৫০

File Size: 1.90Mb
মন্তব্য করুন