Monday , October 2 2023
Home / Privacy Policy

Privacy Policy

দায়মুক্তির ছাড়পত্র

১. ওয়েব সাইটে প্রদত্ত জ্ঞান ও তথ্য যথাসম্ভব সমকালিন প্রয়োজন অনুপাতে হয়। এ ওয়েব সাইটটি স্বীয় সৌন্দর্য বৃদ্ধি ও নির্ভুলতায় সদা সচেষ্ট।
২. এ ওয়েব সাইটে প্রচারিত ও উপস্থাপিত বিষয়-বস্তুর শুদ্ধতার জন্য অক্লান্ত পরিশ্রম ও আপ্রাণ চেষ্টা করা হয়। তবুও আমরা এ দায়িত্ব নিতে পারি না, প্রচারিত সব বিষয়-বস্তুই ত্রুটিমুক্ত ও নির্ভুল।

৩. ওয়েব সাইটে যে কোন ভুল-ত্রুটি থাকা নিতান্তই স্বাভাবিক| অবগত করার জন্য প্রত্যেক ব্রাউজকারীর প্রতি বিনীত অনুরোধ রইল।

৪. এখানে প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন। এখানে প্রকাশিত মতামত বা শেয়ারকৃত লিঙ্কের দৃষ্টিভঙ্গি সবসময় ইসলামিক সেবা বিডি ডট কম এর নিজস্ব মতামতের প্রতিফলন নাও হতে পারে।

৫. প্রচারিত জ্ঞান ও তথ্যের সূক্ষ্ণতা ও বিশুদ্ধতার ক্ষেত্রে ইসলামিক সেবা কোনো আইনী দায়ভার গ্রহণ করে না।

৬. এ ওয়েব সাইট ব্যবহারের জন্য কোন শর্ত প্রযোজ্য নয়।