বইঃ সুখী হওয়ার ১০টি উপায়
প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না।
শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অসীম দয়ালু।
লেখকঃ মুহাম্মাদ নাসীল শাহরুখ
সংক্ষিপ্ত বর্ণনাঃ সুখ এই শব্দটি ছোট-বড় সবার কাছেই বড়ই আকাঙ্ক্ষিত- কে না চায় সুখী হতে? সবাই কিন্তু চাইলেই কি আর সুখ সবার কাছে ধরা দেয়?
কেউ কেউ ভাবে, সুখ হল নিজের মন মত, পছন্দানুযায়ী যা খুশি তাই করা। যে তা করতে পারবে, সেই সুখী, সে ই তার জীবনেকে উপভোগ করতে পারবে। কিন্তু একজন সুস্থ চিন্তা ভাবনার মানুষ এই ধারণার ভুলকে ধরতে পারবে অনায়াসেই। যা খুশি তা করলেই যদি মানুষ সুখী হত, তবে তো সমাজে বিশৃঙ্খলার শেষ থাকত না। চোর চুরি করে, খুনী খুন করে, ঘুষখোর ঘুষ খেয়ে সুখী হতে চাইতো। লেখক এই বইটিতে সুখী হওয়ার কতিপয় উপায় কুরআন ও সুন্নাহর আলোকে আলোকপাত করছেন।
লেখকের অন্যান্য বই কিনতে এই লিংকে ক্লিক করুন৷
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
মন্তব্য করুন