ইসলামিক বই
বইঃ কুরবানীর শিক্ষা – ফ্রি ডাউনলোড
প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না
শুরু করছি মহান আল্লাহর নামে,যিনি পরম করুনাময় অসীম দয়ালু।
লেখকঃ খন্দকার আবুল খায়ের
দারসে কুরআন তাদের জন্য
- যারা কুরআনী জ্ঞা্ন লাভ করতে চান
- যারা তাফসীর পড়ার সময় পান না।
- যারা বড় বড় তাফসীর পড়তে ধৈর্য হারিয়ে ফেলেন।
- যারা আরবি না জানলেও কুরআন বুঝতে আগ্রহী।
- যারা তাফসীর মাহফিলে হাজির হওয়ার সুযোগ পান না।
- যারা ইমাম,খতীব,মুবাল্লিগ এবং যুক্তিপুর্ণ বক্তব্য উপস্থাপনে আগ্রহী।
এই সিরিজের বৈশিষ্ট্য
- ছোট ছোট আকারে সংক্ষিপ্ত পুস্তিকা।
- সরল অনুবাদ ও শব্দে শব্দে ব্যাখ্যা।
- সহজবোধ্য ভাষায় আকর্ষনীয় যুক্তি।
এ প্রয়াসের লক্ষ্য
- দেশব্যাপী কুরআনী জ্ঞানীর বিস্তার ঘটানো।
- লক্ষ কোটি শার্দুলদের আরেকবার জাগিয়ে তোলা।
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।

বইঃ কুরবানীর শিক্ষা – ফ্রি ডাউনলোড
File Size: 3.42Mb
589 Downloads
মন্তব্য করুন