ইসলামিক বই

বইঃ মুত্তাফাকুন আলাইহি হাদিসের বাংলা সংস্করণ-Banagla Hadeeth Book pdf

প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না।

শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অসীম দয়ালু।

সংক্ষিপ্ত বর্ণনাঃ ইসলামী শরীআতের অন্যতম উত্স হাদীস। এটিকে সহীহ সনদে ও মতনে সুসংরক্ষিত। এই হাদীসগুলো বিভিন্ন মানের দিক দিয়ে সর্বাধিক উত্তম হলো মুত্তাফাকুন আলাইহি। যেসব হাদীস একই সাথে ইমাম বুখারী (রহ.) ও ইমাম মুসলিম (রহ.) স্বীয় গ্রন্থে সংকলন করেছেন। এসব হাদীস উভয় ইমাম সহীহ বলে একমত পোষণ করেছেন সেই সাথে গুরুত্বপূর্ণ মনে করে স্বীয় হাদীস গ্রন্থে সংকলন করেছেন। এই হাদীসগুলো বেছে বেছে সংকলন করেছেন আল্লামা ফুয়াদ আল বাকী (রহ)। এই সংকলেনর নাম করণ করেছেন “আল লূ’লু ওয়াল মারজান” এটি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। এটি প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।

হাদীস গ্রন্থটি হাক্ব পিয়াসীদের জন্য এক অনন্য সংকলন। বইটির এই হাদীসগুলোকে বিষয়ভিত্তিক সাজিয়ে তাকে আরো সুন্দর করা হয়েছে। সাবলীল ভাষায় অনুবাদকৃত এই সংকলনটি আমাদের সবার ঘরে (হার্ডকপি) থাকার মতো কিতাব। আল্লাহ আমাদের তা কেনার সেই সাথে তা অন্যকে কিনতে উত্সাহিত করা তাওফিক দিন।

বইটির অনন্য বৈশিষ্ট্য :

  1. মুত্তাফাকুন আলাইহির’ সংকলন এই প্রথম বাংলা ভাষায় প্রকাশকৃত।
  2. বইটিতে বুখারী ও মুসলিমের হাদীসগুলো সংকলন করা হয়েছে।
  3. বুখারীর নম্বর নেয়া হয়েছে ফাতহুল বারীর থেকে।
  4. মুসলিমের নম্বর নেয়া হয়েছে ফুয়াদ আল বাকী নম্বর থেকে।
  5. অধ্যায় নম্বর সাজানো হয়েছে ইমাম নববী (রহ) কৃত মুসলিম অধ্যায়ের ক্রম অনুযায়ী
  6. হাদীসগুলো বিষয় বুঝার জন্য সুন্দরভাবে ও বিস্তারিত সূচিপত্র যুক্ত করা হয়েছে।
  7. সহজ ও সরলভাবে অনুবাদ করা হয়েছে। সেই সাথে সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত।
  8. নিচে টীকায় উভয় গ্রন্থের পর্ব, অধ্যায় ও হাদীস নম্বর যুক্ত করা হয়েছে।
  9. বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।

বইগুলো Mediafire এ আপলোড রয়েছে বিধায়, ডাউনলোড করতে সমস্যা হলে অবশ্যই VPN সংযোগ দিতে হবে, অন্যথায় ফাইলগুলো ডাউনলোড করতে সমস্যা হবে।

বইঃ মুত্তাফাকুন আলাইহি হাদিসের বাংলা সংস্করণ
বইঃ মুত্তাফাকুন আলাইহি হাদিসের বাংলা সংস্করণ

***পিডিএফ বই কখনোই মুল বইয়ের বিকল্প হয়না। তাই সবার প্রতি অনুরোধ বইটি বাজার হতে নিজে কেনার পাশাপাশি অন্যকেও উত্সাহিত করুন। নিকটস্থ মসজিদে দান করুন।***

মন্তব্য করুন

Loading Facebook Comments ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button