বইঃ কিতাবুত্ তাওহীদের ব্যাখ্যা – ফ্রি ডাউনলোড
মূলঃ
শায়েখ সালেহ্ বিন আব্দুল আযীয বিন
মুহাম্মাদ বিন ইবরাহীম আলে শায়েখ
শংক্ষিপ্ত বর্ননাঃ সকল প্রশংসা সমস্ত জগতের অধিপতি একক অদ্বিতীয় আল্লাহ তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলের ইমাম আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ)এর প্রতি। যিনি এই তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন এবং তাঁর বংশধর ও সাহাবাদের প্রতি,যারা এই তাওহীদকে বাস্ত বায়ন ও এর উপর অটল থাকার কারনে কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন।
বিপ্লবী সংস্কারক শায়খুল ইসলাম মুহাম্মাদ বিন সুলায়মান আত তামীমী(রহঃ)এর বহুল প্রসিদ্ধ তাওহীদের উপর লিখিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত,কিতাবুত তাওহীদ নামক গ্রন্থটির এ পর্যন্ত অর্ধ ডজনের অধিক শরাহ বা ব্যাখ্যা গ্রস্থ প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ যে ব্যাখ্যা গ্রস্থটি প্রকাশিত হয়েছে তা হলো,বর্তমান সৌদি সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আল্লামা শায়েখ সালেহ বিন আব্দুল আযীয আলে-শায়েখ প্রদত্ত ব্যাখ্যা গ্রন্থ গায়াতুল মুরীদ ফি শারেহ কিতাবিত তাওহীদ।যার বাংলায় নামকরণ করা হয়েছে জ্ঞান পিপাসুর আকাঙ্খা কিতাবুত তাওহীদের ব্যাখ্যা যদিও ইতিপূর্বে এই ব্যাখ্যা গ্রন্থটির অন্যান্য জীবন্ত ভাষায় অনুবাদ হয়েছে; কিন্তু বাংলা ভাষায় কিছু বিলম্বে হলেও আল্লাহর অশেষ মেহেরবানীতে নানা প্রতিকুলতার মধ্যে প্রকাশিত হলো।
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
কিছুদিন আগে শেইখ মতিউর রহমান মাদানি, এই কিতাবুত তাওহীদ বইটির উপর একটি কোর্স করিয়েছিলেন। আপনাদের তাওহীদ বুঝার সুবিধার্থে আমরা আপনাদের জন্য এই কোর্সের ৫৭ টি লেকচার প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভাবে নিচে দিয়ে দিলাম। আপনার বইটি ডাউনলোড করে ওপেন করুন, এবং প্রত্যেকটি বিষয়ের পাসে একটা নাম্বার দিয়া আছে। ঐ নাম্বার অনুজায়ে আপনারা নিচে থেকে লেকচার ডাউনলোড করে শুনুন। আল্লাহ্ আমাদের সকলকে তাওহীদ বুঝার তাউফিক দান করুক। আমিন।
বিষয় ভিত্তিক আলাদা আলাদা ভাবে নিচে থেকে ডাউনলোড করুনঃ
সূএঃকুর’আনের আলা
মন্তব্য করুন