বইঃ আল-কুরআন তিলাওয়াতের নিয়ম-কানুন
প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না।
শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অসীম দয়ালু।
মুহাম্মাদ নাসীল শাহরুখ
বর্ণনাঃ আল্লাহ তা‘আলা আল-কুরআনের শিক্ষা, ব্যাখ্যা, অর্থ, প্রয়োগ –এসব কিছু সংরক্ষণের পাশাপাশি এর প্রতিটি হরফ উচ্চারণ, এমনকি উচ্চারণের রীতির খুঁটিনাটি পর্যন্ত সংরক্ষণ করেছেন। ফলে কোনো একটি হরফ পরিবর্তন তো দূরের কথা, বরং তিলাওয়াতের সময় এর নির্ধারিত দৈর্ঘ্য থেকে বড় বা ছোট করাও কারো পক্ষে সম্ভব নয়। আল-কুরআনের অক্ষরগুলোর উচ্চারণ সংরক্ষণের মাধ্যম হলো তাজবীদ শাস্ত্র –এর তত্ত্ব ও প্রয়োগ। এতে হরফের মাখরাজ, সিফাত ও মাদসমূহ ছাড়াও এতদ্বসংশ্লিষ্ট অন্যান্য আহকাম উল্লেখ করা হয়েছে যা ইলমে তাজবীদ নামে পরিচিত। এটি বাংলা ভাষায় ইলমে তাজবীদ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বই। এতে লেখক অনেক ক্ষেত্রে তার নিজস্ব পরিভাষা ব্যবহার করে বিষয়বস্তুকে সহজবোধ্য
File Size: 17.9Mb
মন্তব্য করুন