ইসলামিক বই
বইঃ বালা-মুসিবত কারণ ও করণীয়
প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না।
শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অসীম দয়ালু।
মুহাম্মাদ নাসীল শাহরুখ
সংক্ষিপ্ত বর্ণনাঃ সংশয়বাদীরা প্রশ্ন করে: যদি স্রষ্টা থেকেই থাকেন, তবে পৃথিবীতে বিপদাপদ, রোগ-শোক, যুলুম-অনাচার এবং সর্বোপরি মন্দের অস্তিত্ব কিভাবে সম্ভব? এই আলোচনায় সংশয়বাদীদের এই প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি আলোকপাত করা হয়েছে বালা-মুসিবতের বিভিন্ন কারণ, তাৎপর্য ও করণীয় সম্পর্কে৷
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
বইঃ বালা-মুসিবত কারণ ও করণীয়
File Size: 10 MB
360 Downloads
মন্তব্য করুন