আমাদের সম্পর্কে
ইসলামিক সেবা একটি ইসলামিক ওয়েবসাইট। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ইসলামকে কুরআন ও সুন্নাহর আলোকে মানুষের কাছে পৌছানো। এই ওয়েব সাইটে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলা ভাষায় বই যেমন, কুরআন, হাদীস, তাফসীর, বিষয় ভিত্তিক বিভিন্ন ইসলামিক বই, এছাড়াও সহিহ আকিদার বিভিন্ন আলেমদের অডিও, ভিডিও, লেকচার মানুষের কাছে ছড়িয়ে দিতে।
আমাদের উদ্দেশ্যঃ
১. বাংলা ভাষায় ইসলামী প্রবন্ধ,নিবন্ধ, বই,অডিও,ভিডিও লিফলেট পূণর্মূল্যায়ণপূর্বক প্রকাশ করা
২.বাংলা ভাষায় সালাফে সালেহীনের উপলব্ধি অনুসারে আহলে সুন্নাহ ওয়াল-জামা‘আহ -এর পথ ও পদ্ধতি মোতাবেক মুসলিমদেরকে তাদের দ্বীনের অত্যাবশ্যকীয় আকীদা ও ইবাদত সংক্রান্ত বিষয়াদির সঠিক জ্ঞান প্রদান এবং অমুসলিমদের কাছে ইসলাম-পরিচিতি ও ইসলামের সৌন্দর্য বর্ণনা; ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা নিরসন ও সংশয় দূরীকরণ করা।
৩. মুসলিমদেরকে সঠিক আক্বীদায় একীভূত করা
৪. মুসলিমদেরকে সঠিক ঈমান ও আমলের দিকে আহবান।
৫. ওয়েব সাইটে যে কোন ভুল-ত্রুটি থাকা নিতান্তই স্বাভাবিক| অবগত করার জন্য প্রত্যেক ব্রাউজকারীর প্রতি বিনীত অনুরোধ রইল।
৬. এই ওয়েবসাইটির বিশেষ মতাবলম্বী, রাজনৈতিক দল বা সংগঠনের আওতাভুক্ত নয়।