বইঃ সালাতের পর রাসূল (ছাঃ) যে সব দোয়া পড়তেন
প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না।
শুরু করছি মহান আল্লাহর নামে যানি পরম করুনাময়, অসীম দয়ালু।
লেখকঃ মুফতী কাজী মুহাম্মাদ ইবরাহীম
সংক্ষিপ্ত পরিচিতিঃ রাসূল (ﷺ) সলাতের পরে যেসব দুয়া পড়তেন তা আমরা অনেকেই জানিনা। আর এই দুয়া গুল না জানার কারনে সালাম ফিরানোর পরেই আমরা দুয়া করার জন্য ব্যস্ত হয়ে যাই যা সুন্নাতের পরিপন্থী। লেখক শেইখ মুফতী কাজী মুহাম্মাদ ইবরাহীম এই বইতিতে রাসূল (ﷺ) সলাতের পরে যেসব দুয়া পড়তেন তা দালিল সহ তুলে ধরেছেন। বইটি নিজে পড়ুন এবং অন্য দের সাথে শেয়ার করুন। এবং নিকটস্থ লাইব্রেরি থেকে আপনার কপিটি সংগ্রহ করুন।
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
মন্তব্য করুন