বইঃ রাসূল (ছাঃ) এর ২০০শত সোনালী উপদেশ
প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
আব্দুল মালেক মুজাহিদ
কুরআনুল কারীম সর্বশেষ কিতাব এবং আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল। তাঁরই মাধ্যমে আল্লাহতায়ালা ইসলামকে একটি পরিপূর্ণ জীবনবিধান হিসেবে মানব জাতিকে উপহার দিয়েছেন। এ জীবনবিধানের প্রথম এবং প্রধান উৎস হচ্ছে আল্লাহর কুরআন এবং দ্বিতীয় নির্ভরযোগ্য উৎস হলো রাসুলল্লাহর সুন্নাত (হাদীস)।হাদীস শাস্ত্র কুরআনুল কারীমের সার্বিক ব্যাখ্যার ব্যাপারে অতি নির্ভরযোগ্য পরিপূরক ব্যবস্থা। হাদীস শাস্ত্রের সাহায্য ব্যতিরেকে কুরআনুল কারীমের প্রকৃত মর্ম সঠিকভাবে হৃদয়ঙ্গম কিছুতেই সম্ভবপর হতো না। হাদীস ইসলামী সংস্কৃতি ও কর্মবিধানে অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী, হাদীস অধ্যয়ন যেমন ইসলামী আমল ও নৈতিকতা গ্রহণে প্রেরণাদায়ক তেমনি এর মাধ্যমে ইসলামী সংবিধানের সাথে সরাসরি পরিচয় লাভ সম্ভব। একারণেই কুরআনের পরে হাদীসের মর্যাদা সর্বজনস্বীকৃত।
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
File Size: 7.29MB
মন্তব্য করুন