বইঃ ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ অত্যাবশ্যক
প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না।
শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অসীম দয়ালু।
মূলঃ শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায । অনুবাদক: মুহাম্মাদ ইবরাহীম ইবন মুহাম্মাদ আব্দুল হালীম
সংক্ষিপ্ত বর্ণনাঃ ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধের বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, এর বাস্তবায়নের মাঝে নিহিত রয়েছে জাতির কল্যাণ ও তাদের মুক্তি এবং এটি পরিত্যাগের মাঝে রয়েছে মহাবিপদ ও বড় বিপর্যয়, মর্যাদার বিলুপ্তি ও হীনতার আগমন। আলোচ্য বইয়ে কীভাবে একজন মুসলিম ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ করবে এবং কেন করবে সেই আলোচনা করা হয়েছে।
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।

				






মন্তব্য করুন