বইঃ যাদু ও তার প্রতিকার- ফ্রী ডাউনলোড
প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভূলবেন না।
শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।
মূলঃ শাইখ ওয়াহিদ বিন আবদুস সালাম বালী । অনুবাদঃ মুহাম্মদ আবদুর রব আফফান
সংক্ষিপ্ত বর্ণনাঃ যাদু শিক্ষা দেয়া বা শিক্ষা নেয়া শুধু কবীরা গুনাহই নয়। বরং তা শির্ক এবং কুফর ও বটে। আল্লাহ তা’আলা বলেনঃ
وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ
“ সুলাইমান (আঃ) কুফরি করেননি, তবে শয়তানরই কুফরি করেছেন তারা লোকদেরকে যাদু শেখাতো বাবেল শহরে বিশেষ করে হারুত-মারুত ব্যক্তিদ্বয়কে। (জিব্রীল ও মীকাঈল) ফিরিশতাদ্বয়ের উপর কোন যাদু অবতীর্ন করা হয়নি ( যা ইহুদিরা ধারণা করতো)। তবে উক্ত ব্যক্তিদ্বয় কাউকে যাদু শিক্ষা দিতো না যতক্ষণ না তারা বলতো, আমরা পরীক্ষাস্বরুপ মাত্র, অতত্রব তোমরা ( যাদু শিখে ) কুফরী করো না”। (সূরাহ বাকারাহঃ ১০২)
যাদুকরের শাস্তি হচ্ছে, কারো ব্যাপারে তা সত্যিকারভাবে প্রমাণিত হয়ে গেলে তাকে শাস্তিস্বরুপ হত্যা করা। এ ব্যাপারে সাহাবাদের ঐক্যমত রয়েছে। শাইখ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালীর রচিত ‘যাদুকর ও জ্যেতিষির গলায় ধারালো তরবারী’ বইটিতে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছেঃ
• যাদুর পরিচয়।
• যাদুর প্রমান।
• যাদুর প্রকারভেদ।
• যাদুকরের জ্বিন হাজির করার পদ্ধতি।
• ইসলামে যাদুর হুকুম।
• কেরামত, মু’জেযা ও যাদুর মধ্যে পার্থক্য।
• একটি সংশয় ও তার নিরাসন।
• কোন কোন পদ্ধতিতে যাদু করা হয়।
• যাদু দিয়ে মানুষের কি কি ক্ষতি করা যায়।
• যাদুর প্রতিকার বিবরণ সহ
বইগুলো স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই এগুলো পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন

File Size: 3.91 MB
মন্তব্য করুন